Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,ছাগলনাইয়া, ফেনী

সিটিজেন চার্টার

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ছাগলনাইয়া, ফেনী কর্তৃক প্রদেয় সেবা ও কার্যক্রম সমূহের বিবরণঃ

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজ পত্র এবং প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময় সীমা

দায়িত্ব প্রাপ্ত

কর্মকর্তা

ফোন নং ও

ই -মেইল

দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচী।

ভিজিডি কর্মসূচীর আওতায় প্রতি (দুই) বৎসর বা ২৪ মাস মেয়াদী ভিজিডি চক্রে ফেনী জেলার ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে অতি দরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি এনজিওর মাধ্যমে জীবন দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা সৃষ্টি মূলক এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ঘূর্ণায়মান ঋণ সহায়তা  প্রদান করা হয়।

জেলা ও উপজেলা মহিলা  বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে, ফেনী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন  পরিষদ কার্যালয় আবেদন পত্র ও ভিজিডি কার্ড পাওয়া যায়।

উপকারভোগী মহিলা বাছাই/ নির্বাচনের প্রাথমিক তালিকার ‘ছক’ এবং তালিকার চুড়ান্ত ‘ছক’ বিনামূল্যে প্রদান করা হয়।

২ (দুই) বছর সময়কাল

 

 

 

 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা, ছাগলনা্ইয়া,ফেনী ।

০৩৩২২- ৭৮৫০৭

e-mail: momenadhaka@

gmail.com

 

‘‘দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান ’’কর্মসূচি

ফেনী জেলার ৬ টি উপজেলার ৪৩ টি ইউনিয়নে এ কর্মসূচি চলমান। নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জন প্রতি ৮০০/- টাকা হারে স্ব স্ব ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৬ মাসের ভাতা প্রদান করা হয়।

ভাতা প্রদানের পাশাপাশি এনজিওর মাধ্যমে ভাতাভোগীদের গর্ভকালীন, প্রসবপূর্ব ও পরবর্তী যত্ন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃদুগ্ধ পান, জন্ম নিবন্ধন ইত্যাদি বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন সহ আয়র্বধক প্রশিক্ষণ  সেবা প্রদান করা হয়।        

আবেদন ফরম, নীতিমালা ও অন্যান্য তথ্যাবলি   জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ইউনিয়ন পরিষদ কার্যালয় পাওয়া যায়।  ভাতাভোগীদের ডাটাবেইজ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষিত থাকে।

           

স্ব স্ব নামে ব্যাংক হিসাবের মাধ্যমে বিনা মূল্যে সেবা প্রদান করা হয়।            

 

নির্বাচিত উপকার

ভোগী ১ম / ২য় গর্ভধারন

কালের যে কোন এক বার মোট ৩ বছর মেয়াদে ভাতা ও প্রশিক্ষণ সেবা দেয়া হয়।      

 

‘‘কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’ কর্মসূচি

এই কর্মসূচির আওতায় ছাগলনাইয়া, ফেনী পৌরসভার ৪২৫ জন দরিদ্র ,অসহায় কর্মজীবি গর্ভবতী/দুগ্ধদায়ী মা’দের মাসিক ৮০০/- টাকা হারে তিন বছর ব্যাপী ভাতা প্রদানের পাশাপাশি নির্বাচিত এনজিওর মাধ্যমে গর্ভকালীন প্রসবপূর্ব ও পরর্বতী যত্ন, মা ও শিশুস্বাস্থ পরিচর্যা,পুষ্টি, মাতৃদুগ্ধপান, জন্ম নিবন্ধন, স্বাস্থ্য কেন্দ্র পরিচিতি, ইত্যাদি বিষয়ে সচেতনতা ও আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়। ১ম অথবা ২য় সন্তানের ক্ষেত্রে এ ভাতা প্রদান করা হয়।                  

আবেদন ফরম, নীতিমালা ও অন্যান্য তথ্যাবলি   জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও পৌরসভায় পাওয়া যায়।  ভাতাভোগীদের ডাটাবেইজ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট পৌরসভা কার্যালয়ে সংরক্ষিত থাকে।

স্ব স্ব নামে ব্যাংক হিসাবের মাধ্যমে বিনা মূল্যে সেবা প্রদান করা হয়।           

৩(তিন) বছর     

 

ক্ষুদ্রঋণ কার্যক্রম

মহিলাদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির  জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় গরীব অসহায় দুঃস্থ ও স্বামী পরিত্যক্তা মহিলাদেরকে  বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ১,০০০/- থেকে ১৫,০০০/- টাকা পর্যন্ত সহজ শর্ত্বে ঘূর্ণায়মান ঋণ প্রদান করা হয়।                                             

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম (নির্ধারিত) সরবরাহকরা হয়।   

নির্ধারিত কমিটির মাধ্যমে আবেদন কারীদের গৃহীত কর্মসূচী ও কাগজপত্র যাচাইক্রমে অনুমোদনের পর বিনা মূল্যে ঋণ প্রদান করা হয়।     

ক্ষেত্র বিশেষে ১/২ বছর (সময় কাল)

স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য , অত্র কার্যালয়ের প্রশিক্ষণ গ্রহণকারী ও অন্যান্য।

উপজেলা পর্যায়ে মহিলাদের আয় জন্য বর্ধক প্রশিক্ষণ প্রকল্প

প্রশিক্ষক প্রশিক্ষনাথী নির্বাচন কমিটির মাধ্যমে  প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী নির্বাচন করা হয়।

 

নির্বাচিত ২ জন প্রশিক্ষকের মাধ্যমে  নিম্ন লিখিত ২টি ট্রেডে ২০ × ২ = ৪০ জন প্রশিক্ষনার্থীদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।  

১। আধুনিক দর্জি বিজ্ঞান

২। ব্লক ও বাটিক

উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ছাগলনা্ইয়া, ফেনী।               

বিনা মূল্যে প্রদান করা হয়।

৩ (তিন) মাস মেয়াদী

 

6

নারী ও শিশু নির্যাতন , পাচার,  যৌতুক, বাল্য বিবাহ ইত্যাদি প্রতিরোধ কল্পে  সচেতনতা বৃদ্ধি মূলক কর্মসূচী।

সচেতনতা বৃদ্ধি কল্পে উঠান বৈঠক , সভা- সেমিনার, র‌্যালী ইত্যাদি আয়োজন করা হয়। প্রতি মাসে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। আবেদনের প্রেক্ষিতে পারিবারিক সমস্যা গুলো কমিটির মাধ্যমে সমাধান করা হয়। প্রয়োজনে আইনী সহায়তা প্রদান করা হয়।      

ভূক্তভোগী মহিলা কর্তৃক দায়ের কৃত অভিযোগ।          

বিনা মূল্যে সেবা প্রদান করা হয়।

প্রয়োজন মাফিক।

 

সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতামূলক কার্যক্রম 

 

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে নারী ও শিশু নির্যাতন পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ও ছাত্রী ভিজিডি,মাতৃত্বকাল ভাতা ভোগী, কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির ভাতাভোগী  এবং বিভিন্ন সভা সমিতিতে সচেতনতা মূলক উঠান বৈঠকের ব্যবস্থা করা হয়।

সংশ্লিষ্ট স্কুল, কলেজ ও ইউ,পি চেয়ারম্যান সকলের সাথে সমন্বয় ক্রমে।    

স্ব-উদ্যোগে বিনা মূল্যে সেবা প্রদান।           

প্রতি মাসে।   

 

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি গঠন কল্পে উদ্বুদ্ধ করণ ও নিবন্ধন প্রদান কর্মসূচী।

মহিলাদের ঐক্য বদ্ধ ভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়ন কর্মসূচীতে ব্যাপক হারে সম্পৃক্ত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন গঠনে উদ্বুদ্ধ করা হয় এবং নিবন্ধন প্রদান করা হয়।           

 

সংগঠনের নেত্রী বৃন্দের স্ব উদ্যোগে আবেদন ।          

রেজিষ্টেশন ফি বাবদ ২,০০০/- টাকা ট্রেজারী চালানের মাধ্যমে আবেদনকারীকে সরকারী কোষাগারে জমা দিতে হয়

প্রয়োজন মাফিক।

 

স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে  বাৎসরিক অনুদান প্রদান কর্মসূচী। 

 

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি কর্তৃক আবেদনের প্রেক্ষিতে জেলা কমিটির যাচাই ক্রমে সুপারিশ অনুযায়ী বিশেষ, স্বেচ্ছাধীন ও সাধারণ অনুদান দেয়া হয়। সমিতির মূলধন ও ঋণ কার্যক্রম পরিচালনার জন্য।            

আবেদন পত্র মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে পাওয়া যায়।

 

ক্ষেত্র বিশেষে ১০/-টাকা মূল্যের রাজস্ব টিকেট ও ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গিকারে অনুদানের চেক বিতরণ  করা হয়।      

সদর কার্যালয় হতে চেক প্রাপ্তির পর চেক বিতরনে সংশ্লিষ্টদের পরামর্শ

ক্রমে যথা সম্ভব শীর্ঘ  বিতরণ করা হয়।

 

১০